সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

oplus_0

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেগা প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ।

সোমবার বেলা ১১ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর হলরুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সহযোগিতা করে স্থানীয় সংগঠন প্রান্তজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, কলাপাড়ার টিয়াখালী, ধানখালী, লালুয়া, বালিয়াতলী ও চম্পাপুর ইউনিয়নে পায়রা বন্দরের মতো একাধিক মেগা প্রকল্পের জন্য প্রায় ৯,৯২৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে হাজার হাজার পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। সরকারি তথ্যমতে, ৪,২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩,৪২৩টি পরিবার পুনর্বাসনের আওতায় এলেও বাস্তবে বহু পরিবার এখনো ঘর পায়নি বা পুনর্বাসনের বাইরে রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের জন্য উচ্ছেদ হওয়া ১৭৫টি পরিবার দুই বছরেও পুনর্বাসনের ঘর পায়নি। অন্যদিকে, টিয়াখালী ইউনিয়নের বেড়িবাঁধে বসবাসকারী ১৩৬টি ভূমিহীন পরিবারকে শুধুমাত্র একটুকরো খাস জমি বরাদ্দ দেওয়া হলেও নেই বিদ্যুৎ, পানি, ড্রেনেজ কিংবা চলাচলের রাস্তা। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে।

সংগঠন দুটি তিনটি দাবি উত্থাপন করে— ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা, জলাশয় পুনরুদ্ধার এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশগত প্রভাব সমীক্ষা। তারা বলেন, জনস্বার্থের নামে বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া উন্নয়ন নয়, বরং বৈষম্যের নতুন রূপ।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জন সুরক্ষা ফোরাম এর সদস্য অধ্যাপক টুনু কর্মকার এর সভাপতিত্বে আলোচনা করেন সদস্য এড্যা সুভাষ চন্দ্র দাস, আখতারুল কবীর, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. ফোরকান হাওলাদার, মো. রবিউল মোল্লা এবং প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমূখ। এসময় কলাপাড়া উপজেলার ভুক্তভোগী পরিবারের দুইজন বাসিন্দাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD