শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সুফিয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত আবু সুফিয়ান আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের বাবুল সিকদারের ছেলে। শনিবার দিবাগত রাতে উপজেলার পয়সা গ্রামে কালি পূজার অনুষ্ঠানে যায় সে। অনুষ্ঠান চলাকালে মধ্যরাতে সাউন্ডবক্সে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে রোববার (২১ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি (তদন্ত) নকিব আকরাম।