রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২রা মে শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর ২১নং ওয়ার্ড গোরস্থান রোডের সম্মুখে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে অংশ নেয় গোরস্থান রোডের বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতি ছিলো এই আয়োজনে।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন দীর্ঘদিন ধরে অত্র এলাকার বাসিন্দারা রাস্তা সংস্করণের অভাবে অবহেলিত ভাবে চলাচল করছি।নেই কোন সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা।
খানা খন্দে ভরা এই রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বরিশালে বৃহৎ মুসলিম গোরস্থান এই রোড দিয়ে যাতায়াত করতে হয়, মৃত মানুষের লাশ নিয়ে যানবাহনে তো সম্ভবই নাহ বরং হেঁটে যেতেও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এসময় সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত রাস্তা ও ড্রেনের সংস্করণের কাজ করে চলাচলের উপযোগী করে গড়ে তোলার আহবান জানান।