বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারী বিএম কলেজ ক্যান্টিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেঁটে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম ।
বিগত দিনে ফ্যাসিবাদের আমলে সন্ত্রাসী জঙ্গী ছাত্রলীগের গুন্ডাপান্ডাদের আড্ডাখানায় পরিণত হয়েছিলো এই ক্যান্টিন । প্রকাশ্যে ধুমপান এবং মাদক গ্রহণের কারণে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের কাছে নিকৃষ্ট জায়গায় রূপান্তরিত হয়ে ছিলো এই ক্যান্টিন ।
নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত মাস্তান গুন্ডাদের মহড়ায় প্রায়শই উৎকন্ঠা আর চরম আতংক নিয়ে ক্যান্টিন এরিয়ায় যাতায়াত করত সাধারণ শিক্ষার্থীরা ।
সর্বোপরি ক্যান্টিনের স্বাভাবিক পরিবেশ অস্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়ে ওঠে । জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে পলাতক খুনী হাসিনার পতনের কারণে হেলমেট লীগের ভয়াল থাবা থেকে পরিত্রাণ পায় বিএম কলেজ ক্যান্টিন । ফলে সুষ্ঠু পরিবেশে ক্যান্টিনে সকল শিক্ষার্থীর আনাগোনা নিশ্চিতকল্পে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে শিক্ষক এবং ছাত্ররা কিছু যুগান্তকারী পদক্ষেপ সিদ্ধান্ত আকারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে অবহিত করেন ।
যার মধ্যে শিক্ষার্থীদের আইডি কার্ড গলায় ঝোলানো , সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যান্টিনের নির্দিষ্ট জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন , ক্যান্টিনের প্রয়োজনীয় আধুনিকায়নের সুব্যবস্থা , ধুমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা , বহিরাগতদের ব্যাপারে সতর্কতা অবলম্বন , বাকীতে পণ্য সরবরাহ বন্ধ করা , মানসম্পন্ন এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করা , অতিরিক্ত মূল্যে খাবার বিক্রি করলে জরিমানা আদায় করা , ক্যান্টিনে অবস্থানকালীন সকলের সদাচরণ বজায় রাখা , স্টাফদের ব্যবহার মার্জিত করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা সহ সকলের অংশগ্রহণে ভ্রাতৃত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা ।
আড়ম্বরপূর্ণ এই মহতি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী বিএম কলেজ শাখার সদস্য সচিব তালুকদার মোঃ সজল সহ অন্যান্য যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।