বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলাপাড়ায় গ্রেফতার-৯ কলাপাড়ায় নৌকায় ইলিশের অস্তিত্ব সংকট বিষয়ক গন শুনানি বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ
কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া ও কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া ও কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সিমলা চুক্তিতে দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেছিল। এ ছাড়া দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ রয়েছে, যেখানে যুদ্ধ পরিহারের বিষয়টি গুরুত্ব পায়।

ভূস্বর্গখ্যাত কাশ্মীর অঞ্চলে চুক্তির আলোকে দুই দেশ নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তানের এই সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় এই অবস্থান আন্তর্জাতিক মহলকে উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞদের মতে, চুক্তি স্থগিত হওয়ার ফলে নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ঝুঁকি বাড়ছে।

সিমলা চুক্তির মূল বিষয়বস্তু—১. সার্বভৌমত্বের স্বীকৃতি: উভয় দেশ পরস্পরের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। ২. শান্তিপূর্ণ সমাধান: বিরোধ মীমাংসায় যুদ্ধ নয়, বরং আলোচনার পথ বেছে নেওয়ার অঙ্গীকার।

৩. নিয়ন্ত্রণরেখার রক্ষণাবেক্ষণ: চুক্তির আওতায় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বজায় রাখা এবং সেখানে যুদ্ধবিরতি রক্ষার নির্দেশনা। ৪. সম্পর্ক উন্নয়ন: কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।

চুক্তিটি ভারত-পাকিস্তান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা নানা পরীক্ষার সম্মুখীন হয়েছে।

ভারতের অভিযোগ, পহেলগাঁওয়ের হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। জবাবে সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের যেকোনো একতরফা পানি আটকে দেওয়ার উদ্যোগকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে।

চলমান পাল্টাপাল্টি অবস্থানে ভারত-পাকিস্তান কার্যত এক উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD