শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া ও কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া ও কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সিমলা চুক্তিতে দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেছিল। এ ছাড়া দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ রয়েছে, যেখানে যুদ্ধ পরিহারের বিষয়টি গুরুত্ব পায়।

ভূস্বর্গখ্যাত কাশ্মীর অঞ্চলে চুক্তির আলোকে দুই দেশ নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তানের এই সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় এই অবস্থান আন্তর্জাতিক মহলকে উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞদের মতে, চুক্তি স্থগিত হওয়ার ফলে নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ঝুঁকি বাড়ছে।

সিমলা চুক্তির মূল বিষয়বস্তু—১. সার্বভৌমত্বের স্বীকৃতি: উভয় দেশ পরস্পরের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। ২. শান্তিপূর্ণ সমাধান: বিরোধ মীমাংসায় যুদ্ধ নয়, বরং আলোচনার পথ বেছে নেওয়ার অঙ্গীকার।

৩. নিয়ন্ত্রণরেখার রক্ষণাবেক্ষণ: চুক্তির আওতায় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বজায় রাখা এবং সেখানে যুদ্ধবিরতি রক্ষার নির্দেশনা। ৪. সম্পর্ক উন্নয়ন: কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।

চুক্তিটি ভারত-পাকিস্তান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা নানা পরীক্ষার সম্মুখীন হয়েছে।

ভারতের অভিযোগ, পহেলগাঁওয়ের হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। জবাবে সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকার।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের যেকোনো একতরফা পানি আটকে দেওয়ার উদ্যোগকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে।

চলমান পাল্টাপাল্টি অবস্থানে ভারত-পাকিস্তান কার্যত এক উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD