বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কাছিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ ও নিহতের স্বজনরা।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের নাজেম রাড়ির বাড়ির সামনের (কাছিপাড়া- বাহেরচর ) সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ব্যবসায়ী সহ হাজারো নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপস্থিত জনতা নাজেম রাড়ির বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাছিপাড়া চৌমুহনী বাজারে উপস্থিত হয়।
সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ৩ ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বক্তারা অবৈধ ট্রলি বন্ধের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
গত ৬ এপ্রিল ট্রলি চাপায় নিহত মোঃ নিজাম উদ্দিন রাড়ির পিতা মোঃ নাজেম রাড়ি বলেন , ‘আমার সন্তানকে কেড়ে নিয়েছে ওই অবৈধ ট্রলি গাড়ি।
এর আগেও কাছিপাড়া – বাহেরচর সড়কে ট্রলির চাপায় আরো ৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে। প্রশাসন যদি তখন অবৈধ ট্রলি বন্ধ করে দিতো তবে আমার সন্তানকে আজ হারাতে হতোনা। ট্রলি দূর্ঘটনায় নিহত নিজাম উদ্দিন রাড়ির ভাই নাসির উদ্দিন বলেন, ‘আমার ভাইয়ের কোন দোষ ছিলো না, অবৈধ ট্রলি গাড়ির চাপায় আমি আমার ভাইকে হারিয়েছি, আর কোন মায়ের বুক খালি যেন না হয়।
তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব ট্রলি বন্ধ করে আমাদের বেঁচে থাকার সুযোগ দিন।’
তারিখ-০৮/০৪/২৫ইং
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি