মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫ মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত বরিশালে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সম্পন্ন-তরুণদের জোরালো জলবায়ু ন্যায্যতার দাবি বাউফলে বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু ঝালকাঠি সদর উপজেলা তরুণ দলের অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মহানগর।

৮ই এপ্রিল রোজ মঙ্গলবার নগরীর জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সেক্রেটারি সাঈদ আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনির হোসাইন, বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল হক সহ বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন,শত বছর ধরে ইসরাইল ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবারও কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে সহস্রাধিক নারী-শিশুকে হত্যা করেছে।

রাসুলুল্লাহ্ (স.) ঘোষিত ভবিষ্যতবানী অনুসারে এই অভিশপ্ত ইয়াহুদীবাদীরা মানুষ হত্যা করে এই পৃথিবীতে টিকতে পারবে না।

আমরা বাংলাদেশের দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দের প্রতি বিশেষ করে ওআইসির প্রতি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহবান জানাচ্ছি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনস্বার্থে অনতিবিলম্বে  ইজরাইলি সকল পণ্য এবং ইজরাইলকে সমর্থন দেওয়ায় ভারতীয় সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সন্ত্রাসীদের সমর্থন দিয়ে মানবতা রক্ষা করা যায় না, সুতরাং সকল মানবতাবাদী শক্তিকে একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD