বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড় কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের প্রস্তুতি সভা নতুন আঙ্গিকে বিএম কলেজ ক্যান্টিন উদ্বোধন
মৎস সম্পদের কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

মৎস সম্পদের কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

Sharing is caring!

পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, আগে মানুষ কাপড় শুকাতে দিলে ছেড়া লুঙ্গি, শাড়ি দেখা যেতো কিংবা টেলিভিশনে সাক্ষাতকার দেখার সময় গ্রামের মানুষের গায়ে ছেড়া কাপর দেখা যেতো। কিন্তু এখন তা দেখা যায়না।  সবাই ভালো কাপর পরিধান করছে। দেশ বর্তমান সরকারের আমলে আমরা অর্থনৈতিকভাবে অনেক ভালো আছি। বৃহষ্পতিবার (১৮ জুলাই) বেলা ১২ টায় নগরের অশ্বিনী কুমার হলে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আগে একজন রিক্সাচালকের দিনে ১ থেকে ২ শত টাকা আয় করতে কতো কষ্ট হতো কিন্তু এখন একজন রিক্সাচালক দিনে ৭ থেকে ৮ শত টাকাও আয় করছে। সকলে যদি মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করি, তাহলে ২০৪১ সালের মধ্যেই সমৃদ্ধশালী দেশ হবে বাংলাদেশ।  তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের জনগনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগে কোন সময় জেলেদের সহায়তা করা হতো না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলেই জেলেদের কথা চিন্তা করে সহায়তা দিচ্ছে। সহায়তার পরিমান বাড়ানোর বিষয়ে যে প্রশ্ন উঠছে, তাও পর্যায়ক্রমে দেখা হবে। মনে রাখতে হবে রাতারাতি কিছু করা সম্ভব না।প্রতিমন্ত্রী বলেন, আগে বিদেশীরা আমাদের দেশকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু বর্তমান সরকারের উন্নয়নশীল চিন্তা-ভাবনার কারণে বিদেশীরা এখন বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে। আমরা মৎস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।  তারপরও একজন ভালো করলে আরেকজন দেখতে পারিনা এরকম না করে, গ্রামের পুকুল, খাল, জলাশয়ে সবাই মিলে মাছ চাষ করি। দেশের মৎস সম্পদের উৎপাদন বাড়াই, প্রত্যেকের ভাগ্যের পরিবর্তন ঘটাই। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা জাটকা নিধন করছে, রেনু পোনা আরোহন করে পাচার করছে সেসব কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমি আশা করি বরিশাল বিভাগে কোন অসাধু ব্যবসায়ি তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে না। কেউ কালোবাজারি করতে পারবে না।

বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জকারিয়া, বিভাগীয় মৎস অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ অলিউর রহমান, জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু সাইদ। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজ চত্ত্বর থেকে নগরে একটি র‌্যালি বের করা হয়। যা নগরের প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে ২ জন সফল মৎসচাষী ও একটি প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান করা হয়।  সন্মাননা প্রাপ্তরা হলো বরিশালের আগৈলঝাড়া উপজেলার সফল মৎস চাষী সৈকত সরকার ও বাবুগঞ্জ উপজেলার মোঃ আমিনুল ইসলাম এবং সফল প্রতিষ্ঠান হিসেবে বরিশালের ব্রাক গলদা চিংড়ি হ্যাচারি। এদিকে বেলা সাড়ে ১২ টায় নগরের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে জেলা প্রশাসন ও মৎস বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম-এমপি পোনা মাছ অবমুক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD