শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বরিশাল নগরে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃত মোঃ ছালাম শেখ (৪০) ঝালকাঠি জেলার পরমহল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। শনিবার (১৩ জুলাই) সকালে নগরের আমানতগঞ্জ পুলিশ ফাড়ির সামনে থেকে তাকে আটক করে আমানতগঞ্জ ফাড়ি পুলিশ। এসময় আটকৃতের কাছ থেকে পাঁচ শ টাকার মোট সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য টিএসআই আবু বক্কর জানান, সকালে একটি হোটেলে নাস্তা খেয়ে পাঁচ শ টাকার নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয়। সময় তার সাথে থাকা বাকী টাকা গুলো জাল বলে বিবেচিত হলে স্থানীয়রা তাকে ধরে পুলিশ ফাড়িতে নিয়ে আসে।