বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
মোঃনাসির উদ্দিন , পটুয়াখালীঃ
সাম্প্রতিক সময়ে সারাদেশে আলোচিত কিছু হত্যা কান্ড ঘটেছে, তেমনি একটি ঘটনা ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গোলখালী ইউনিয়নে পান চুরির অপবাদে বাগ-প্রতিবন্ধি এক যুবক কে পিটিয়ে হত্যা করা হয়েছে পান চুরির অভিযোগে পিটিয়ে নির্মম নির্যাতনের ৬দিন পর আহত বাক প্রতিবন্ধী বাইজিদ গাজী(২০) এর মৃত্যু হয়েছে।
গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরচর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে বাক প্রতিবন্ধী বাইজিদ গত ৯ নভেম্বর রাতে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাববুনিয়া গ্রামের রফিক প্যাদার ছেলে জাকির প্যাদার পানের বরজের বাইরে থেকে পান ছিড়ে।
এ সময় পান চুরির অভিযোগে বাইজিদকে মারধর করে। মারধরের এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বাইজিদের মৃত্যু হয়। তবে বাইজিদ হত্যাকান্ডের বিচার ও মামলা গ্রহণ নিয়ে বিভিন্ন হয়রানির অভিযোগ করেছেন পরিবার।
হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বাঁচানের জন্য বিভিন্ন ব্যক্তি ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তবে অভিযোগের বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, পান ছেড়ার করার কারণে বায়েজিদকে মারধরের ঘটনায় তার মৃত্যুর ঘটনা আমরা জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আজ পর্যন্ত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ওসি গলাচিপা থানা