বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এক প্রতিবন্ধী যুবককে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম নতুন একটি অটো রিকশা দান করেন।
উল্লেখ্য কিছুদিন পূর্বে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে” ভিক্ষা চাই না’ একটু সহযোগিতা পেলে কর্মজীবী হতে চাই” ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন সমাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসলে ৯জুন ২০১৯ মঙ্গলবার গলাচিপা উপজেলা নির্বাহী অফিস কার্যালয় সম্মুখে বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী যুবক মো. রিয়াজকে ৫৪ হাজার টাকা দামের একটি অটো রিকশা উপজেলা নির্বাহী অফিসার বিতরণ করেন।
জানা যায়, রিয়াজ একজন প্রতিবন্ধী যুবক। তার একটি পা পঙ্গু হওয়ায় ইউএনও’র শরনাপন্ন হলে নির্বাহী অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যুবকের নামে ১৫ হাজার টাকা ঋণ বরাদ্দ করে বাকী অর্থ নিজ তহবিল ও অন্যান্য সহায়তা নিয়ে প্রতিবন্ধী যুবকটিকে ভিক্ষুক পেশা থেকে ফিরিয়ে এনে জীবিকা নির্বাহের জন্য অটো রিক্সা দান করেন।
রিকশা হস্তান্তরের সময় গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম হোসেন, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও সরকারি কর্মকর্তা ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল সহ স্থানীয় সুধী এ সময় উপস্থিত ছিলেন।