শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : গ্যাসের মুল্য বাড়ার প্রতিবাদে বাম দল আহুত হরতালে বরিশালে কোন প্রভাব পরেনি|
রোববার ভোর ছয়টা থেকে নগরির সদর রোডের কাকলির মোড় এলাকায় যান চলাচল না করার জন্য চালক দের অনুরোধ জানায় হরতাল পালন কারিরা|সকাল সারে ছয়টায় জেল খানা মোড়ে মিছিল করে তারা| সকাল পৌনে সাতটার দিকে নগরির কাকলির মোর এলাকায় যান চলাচল না করার আহবান জানিয়ে মিছিল করে বাম গনতান্ত্রিক জোট|
কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় হরতাল পালনকারী বাম দলের নেতাকর্মীরা সাথে পুলিশের বাকবিতন্ডার খবরও পাওয়া গেছে।
তবে এই হরতালে নগরির জিবন যাত্রায় কোন প্রভাব পরেনি|আইনশৃঙ্খলা রক্ষায় নগরিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়|