শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
ক্রইমসিন২৪ :ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) এর ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদকে কতিপয় শিক্ষার্থী কর্তৃক ধাক্কা দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়ার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি। বৃহষ্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাতে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ২ রা জুলাই ২০১৯ তারিখে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) এর ইংরেজি বিভাগের উপদেষ্টা, প্রবীণ অ্যধাপক মাসুদ মাহমুদকে কতিপয় শিক্ষার্থী ধাক্কা দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়। এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে উক্ত প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থীকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত কার্য সম্পাদন পূর্বক জড়িত অন্য সকলকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করে শিক্ষক সমাজের মর্যাদা সমুন্নত রাখার দাবি জানিয়েছেন ববি শিক্ষক সমিতি।