মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
ক্রইমসিন২৪ :মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে পুলিশে চাকরি নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাবা ও মেয়েকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৪ জুলাই) সংশ্লিষ্ট আদালতের জিআরও’র নিকট চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ ফরিদুজ্জামান। অভিযুক্তরা হলেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরকেউটিয়া এলাকার মৃত করিম গাজির ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (সুবেদার) আব্দুল লতিফ গাজী ও তার মেয়ে নারী পুলিশ কনস্টেবল মিল্কি আক্তার। মামলা সূত্রে জানাগেছে, বাবা আব্দুল লতিফ গাজীর নামের মুক্তিযোদ্ধার সনদ দিয়ে মুক্তিযোদ্ধার কোটায় ২০১০ সালে পুলিশের নারী কনস্টেবল পদে চাকুরি পান মিল্কি আক্তার। চাকুরিতে যোগদানের কয়েকবছর পর মিল্কির বাবার মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই করে জাল প্রমানিত হয়। এ ঘটনায় ২০১৮ সালের ৬ জুন বরিশাল পুলিশ লাইনের রিজার্ভ পুলিশের উপ-পরিদর্শক মোঃ কবির হোসেন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।