বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাতের জন্য মুনাজাত অনুষ্ঠিত বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা বরগুনায় আট কেজি ১০০ গ্রাম গাঁজাসহ রিপন সিকদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে নগর ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তিতে বরিশালে ছাত্র সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে অসহায় মেয়ে বরিশালের বিচার ও প্রশাসন বিভাগের কাছে চায় ন্যায্য বিচার ষড়যন্ত্র পূর্বক দায়েরকৃত মামলায় জেলহাজতে থাকা বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন দীর্ঘদিনের দখলকৃত ওয়ারিশের সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা ও লুট পাটের ঘটনায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত শেরে বাংলা স্মৃতি পদক পেলেন কলাপাড়ার গাজী ফারুক কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির “গনতন্ত্র অভিযাত্রা” যৌতুক মামলায় গ্রেপ্তার আমেরিকান প্রবাসি জাহাঙ্গীর কবির পটুয়াখালী গলাচিপায় তিনটি মোটরসাইকেল সহ চোর আটক পটুয়াখালীতে প্রশাসনের নিরব ভূমিকা, চলছে তিন ফসলি জমির মাটি কাটার মহােৎসব বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত কলাপাড়ায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত
কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, প্রভাষক আটক

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, প্রভাষক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স ঃ

নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা (এনএস) সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজাকে আটক করেছে সেনা সদস্যরা।

(২৬ আগস্ট) দুপুরে তাকে আটক করে নাটোর থানা পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কলেজের উপাধ্যক্ষ বরাবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনা সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

অন্যদিকে একই দিনে ঢাকা থেকে আসা সাইবার টিম ঘটনাস্থলে যান এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীর অভিযোগ থেকে জানা যায়, প্রভাষক সেলিম রেজা কলেজে শিক্ষকতার পাশাপাশি পাশের জোলার পাড়ের একটি ভাড়া করা কক্ষে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় তিনি ভুক্তভোগী ছাত্রীর দিকে নিয়মিত কুদৃষ্টিতে তাকানোসহ বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে একাদশ শ্রেণির গত বার্ষিক পরিক্ষায় বাংলা বিষয়ে ফেল করিয়ে দেন প্রভাষক।

পরে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখা করতে বলেন। প্রাইভেট পড়ানোর ভাড়া করা কক্ষে দেখা করতে গেলে তিনি তার শরীরের স্পর্শকাতর একাধিক জায়গায় জোর করে স্পর্শ করেন ও কুপ্রস্তাব দেন। পরে ঢাকার সাইবার টিমের প্রতিষ্ঠাতা সাদাত রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়গুলো জানান ভুক্তভোগী ছাত্রী।

 

সাইবার টিমের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বাংলানিউজকে জানান, নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা কলেজের একাদশ শ্রেণির এই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এমন অভিযোগে সাইবার টিম নিয়ে তারা সোমবার নাটোরে আসেন।

 

অন্যদিকে প্রভাষক সেলিম রেজাও সোমবার কলেজ ছুটির দিনেও শিক্ষার্থীকে তার প্রাইভেট রুমে আসতে বলেন। পরে সাইবার টিমসহ ছাত্রী সেখানে যায়। এসময় সাইবার টিমের সদস্যরা সেলিম রেজার মোবাইল ফোন চেক করে আরও অনেক শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর অনেক ম্যাসেজ লেনদেনের প্রমাণ পান তারা। এ ঘটনায় প্রভাষক সেলিম রেজাসহ তারা কলেজের উপাধ্যক্ষের নিকট গিয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান।

 

নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা বাংলানিউজকে জানান, কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজার বিরুদ্ধে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ দিয়েছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজাকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থানা হেফাজতে রেখে গেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD