বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানু্ষদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদের মুসল্লীদের উদ্যাগে এই আয়োজন করা হয়। মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা মনির দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া মোনাজাতের পূর্বে ইমাম সাহেব বলেন, কয়েকদিনের বন্যার কারনে বর্তমানে দেশের উত্তরাঞ্চলের পাশাপাশি অনেক জেলার মানুষই মানবতার জীবন যাপন করছে, আমরা বরিশাল থেকে এই মানুষ গুলোর কষ্ট উপলব্ধি করছি তাই তাদের জন্য বরিশালবাসী দোয়ার আয়োজন করেছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে, আমরা যার যতটুকু সামর্থ্য আছে বন্যা কবলিত এলাকা গুলোতে ত্রাণের টাকা, ও খাদ্যসামগ্রী পোশাক সরবরাহ করবো এই আহবান করেন।