শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের বাকেগঞ্জের চরাদী ইউনিয়নের খাল-নদী ও পরিত্যাক্ত সুইসগেট অপসারন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী বরাবর এ স্বারকলিপি হস্তান্তর করা হয়।
এরআগে নগরের নদী বন্দর এলাকা থেকে চরাদী ইউনিয়ন জনস্বার্থে রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে স্থানীয়রা মিছিল আকারে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেনবাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্টলীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আঃ ছত্তার, চরাদী ইউনিয়নের জনস্বার্থে রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দীন তালুকদার, মোঃ হুমাউন কবীর, সদস্য সচিব মোঃ জাফর আহমেদ তালুকদার প্রমুখ।