রবিবার, ০৬ Jul ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
বরিশালের মুলাদীতে সাপ আতঙ্কে বিদ্যালয় বন্ধ!

বরিশালের মুলাদীতে সাপ আতঙ্কে বিদ্যালয় বন্ধ!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের মুলাদী উপজেলায় রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতঙ্কে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। এরইমধ্যে অভিভাবকরা বিদ্যালয়ে তাদের সন্তানদের নিজ উদ্যোগেই পাঠাচ্ছেন না, পাশাপাশি শিশু শিক্ষার্থীদেরে নিরাপত্তার কথা চিন্তা করে আজ সোমবার (১ জুলাই) ও আগামীকাল (২ জুলাই) বিদ্যালয়টি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান রাকিব জানান, ২০০৯ সালে বিদ্যালয়ের বর্তমান ভবনটি একটি পুকুরের মধ্যে নির্মান করা হয়। গত ২/৩ বছর ধরে বিদ্যালয়ের নীচ তলার দুটি কক্ষে সাপের আনোগোনা লক্ষ করা গেছে। পরে আমরা স্থানীয়ভাবে সাপ নিধনের নানা উদ্যোগ গ্রহন করি। এসিডও দেই কক্ষগুলোতে। তবে শিশুদের কথা চিন্তা করে অনেক কিছুই চিন্তা ভাবনা করে করতে হয়। সম্প্রতি ভবনের নীচ তলার ফ্লোর কিছুটা দেবে গেছে ।  গত সপ্তাহের শনিবার থেকে বিদ্যালয়ের নীচ তলার পঞ্চম শ্রেনীর কক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ থেকে সাপ ও সাপের ছানা বেড়িয়ে আসতে শুরু করে। গত শনিবার থেকে এ পর্যন্ত প্রায় ৬০ টির মতো সাপ পিটিয়ে মারা হলেও এর উপদ্রব কমছে না।  ধারবাহিকতায় বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জাননো হলে, তার শিশুদের জীবনের নিরাপত্তায় আজ ও কাল বিদ্যালয় বন্ধ রাখার ঘোষনা দেন। পাশাপাশি পটুয়াখালীর সাপের খামার থেকে সাপুরিয়া এনে আজ বিদ্যালয় প্রাঙ্গনে সাপ খোজা হচ্ছে। এ পর্যন্ত সাপের ছানা ও ডিম পাওয়া গেলেও বড় সাপ খুজছেন তারা। তবে এ সাপ বিষধর বিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, বিদ্যালয় রমজান ও ঈদের ছুটিতে দীর্ঘদিন বন্ধ থাকায় এ উপদ্রবটা বেশি লক্ষ করা গেছে, নীচতলায় যেখানে সেখানে সাপ দেখতে পাওয়ায় শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও আতঙ্কে আছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, সাপ আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাসে না আসায় স্কুল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন জানান,  দ্রুত বিদ্যালয়ের মেঝে ভেঙে বালু দিয়ে ভরাট করে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।  মেঝে ঠিক করে শিশুশিক্ষার্থীদের মাঝ থেকে সাপ-আতংক দূর করার পরই ক্লাস শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD