শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক: ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আজিম আলী ও হাকিম আলী এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর মা রমজান বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১টা ২০মিনিটে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর আজিম পাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
রমজান বিবি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা রোববার (৩০ জুন) সকাল ১১টায় বাড়ি সংলগ্ন আয়ুব-বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।