বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স:
‘ডায়মন্ড’ ও ‘দে ধাক্কা’ কিশোর গ্যাং পরিচালনাকারী চক্রের অন্যতম হোতা মো. জুলফিকার আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাং চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তবে বাকী আসামিদের নাম ও পরিচয় জানায়নি র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোহাম্মদপুরের ‘ডায়মন্ড’ এবং ‘দে ধাক্কা’ কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা মো. জুলফিকার আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।