শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
 
								
                            
                       
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে (ইউজিভি) ৩ দিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে।
বুধবার বিকেলে ৪ টায় ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে নিজস্ব ক্যাম্পসে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আবদুল আজিজ, প্রফেসর ড. সৈয়দ আলী মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর এ এইচ এম দেলোয়ার হায়দার,পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর ফরিদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মেলায় নকশি পিঠা, পাতা পিঠা, গোলাপ পিঠা, দুধ খেজুর, ক্ষীর পার্টিসাপটা, পায়েস, সবুজ পিঠা বা জামাই, খাজা পিঠা, দুধপুলি, পাক্কান, রস চিতই পিঠা সহ প্রায় ১০০ ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা।এ ধরনের আয়োজনে থাকতে পেরে খুশি পিঠা নিয়ে আসা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
তিন দিন ব্যাপী এ পিঠা উৎসবে ছিলো বিভিন্ন বিভাগের ১৬ টি স্টল রয়েছে এছাড়াও তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারী বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব।