সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : র্যাংকিং এবং চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বলছে আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু সময় এবং ভাগ্য সব সময় সঙ্গ নাও দিতে পারে। তাই সতর্ক দুই দলই। সোমবার (২৪ জুন) দুই দল মাঠে নামার আগে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব জানিয়ে দিলেন নিজেদের আত্মবিশ্বাসের কথা পাশাপাশি এও জানালেন বাংলাদেশকে সহজভাবে নিচ্ছেন না তারা।
ম্যাচ পূর্ববর্তি সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক নিজেদের বড়াই করতেও ছাড়লেন না। বলেন, ‘এই বাংলাদেশ দলকে দেখে আমি রীতিমতো মুগ্ধ। ওরা কী খেলাটাই না খেলছে, কী দারুণভাবে এই টুর্নামেন্টটা শুরু করেছিল! আমি মনে করি বাংলাদেশকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। ওরা খুব ভালো দল। এই ওরা দারুণ উন্নতি করেছে। তবে ম্যাচের দিন যে ভালো খেলে, সেই জেতে। ভারতের বিপক্ষে গত ম্যাচে আমরাও দারুণ খেলেছি। মনে রাখবেন, আফগানিস্তানও কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। হ্যাঁ, বিশ্বকাপে প্রথম চারটা ম্যাচে আমরা খুবই বাজে খেলেছি। কিন্তু গত দুই ম্যাচে কীভাবে লড়াই করেছি, সবাই জানে। প্রতিদিনই আমরা উন্নতি করছি। আগামীকাল (আজ) আমরা সেরা ক্রিকেটটাই খেলব, ইনশা আল্লাহ।’
তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করতেও ভুললেন না। বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট দারুণ উন্নতি করেছে। মাশরাফি অধিনায়ক হওয়ার পর ওরা সব বিভাগেই ভালো করছে। গত চার বছরে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাটিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’
‘মাশরাফিকে প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। সাকিব তার দলের জন্য দারুণ পারফরম করছে এবং সার্ভিস দিচ্ছে। এটি অতুলনীয়। ওরা ৫০ ওভারের ক্রিকেটও দিনে দিনে আরও ভালো খেলছে। আমি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক মৌসুম খেলেছি। খুবই উপভোগ করেছি ওদের ওখানকার ঘরোয়া ক্রিকেট। ক্রিকেট ব্যাপারটাই এমন। ঘরোয়া ক্রিকেটে ভালো করছে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ পর্যায়েও আপনি ভালো করবেন।’