রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বি এন পি কে বাদ দিয়ে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । যার ফলে প্রহসনের একতরফা নির্বাচনে কে প্রত্যাখ্যান করে বি এন পি ঘোষিত হরতাল সফল এবং স্বার্থক করার জন্য মঙ্গলবার সকালে বরিশাল মহানগর যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মাকসুদুর রহমান মাসুদ এবং সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে সরকারী বরিশাল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ট্রাফিক পুলিশ কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের বিতর্কিত তফসীল বাতিল , অবিলম্বে সিইসির পদত্যাগ এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে নিশিরাতের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ , কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব , যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন , সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজস্ব প্রতিবেদক কে অবহিত করেন মিছিলে আগত নেতৃবৃন্দ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে মাফিয়া ভোটচোর সরকারের বিরুদ্ধে আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে লুটেরা সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে শামিল থাকার আহবান জানানো হয় ।
প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বি এন পির চলমান আন্দোলনে বরিশাল মহানগর যুবদল রাজপথের দাবানল হয়ে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান তারা । পাশাপাশি প্রশ্নবিদ্ধ নির্বাচন কে বিশ্বের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে সম্প্রতি সরকারের পক্ষ থেকে কারাগারে আটক বি এন পির শীর্ষ নেতৃবৃন্দকে দেয়া মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশাল মহানগর যুবদলের পক্ষ থেকে জালিমের অন্ধ প্রকোষ্ঠে বন্দী নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।