রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
আজ ৬ ডিসেম্বর বিকাল ৪টায় স্বৈরাচার পতন দিবস উপলক্ষে একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বরিশালে অশ্বিনী কুমার হলচত্বরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলশেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯০ সালে গণ আন্দোলনের মুখে ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটেছিল। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে স্বৈরাচারী এরশাদ সরকার মাথানত করতে বাধ্য হয়েছিল। আর আজ আরেক স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মত ক্ষমতায় বসে আছে। সেই স্বৈরাচারী সরকারের মেয়াদ আরও একবার বর্ধিত করার জন্য ৭ জানুয়ারি আওয়ামী লীগ একটি প্রহসনের নির্বাচনী সার্কাস অনুষ্ঠিত করতে যাচ্ছে। জনগণ ও বিরোধী দলীয় সকল দলকে বাইরে রেখে এই একতরফা নির্বাচন গণতান্ত্রিক সকল বিধিব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন স্বৈরতন্ত্রকে জায়েজ করার জন্য আওয়ামী লীগ পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়।
বক্তারা বলেন- স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নুর হোসেন, ডাঃ মিলনরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়ছিলেন। বক্তারা শহিদের রক্তের শপত্থ নিয়ে অবিলম্বে এই প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন জোরদার করার জন্য জনগণের প্রতি আহবান জানান।