রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মির্থা মামলা দিয়ে আটক সকল নেতা কর্মীদের মুক্তির একদফা দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা সত্তমবারের রবি ও সোমবারের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার সমর্থনে নগরীর পৃথকদুটি স্থানে বরিশাল মহানগর বিএনপির নিজ নিজ নেতার অনুসারী সমর্থকরা ঝটিকা মিছিল করে।
আজ সোমবার (২৭) নভেম্বর বেলা ১টায় বরিশাল –কুয়াকাটা আন্তজেলা সড়কের নগরীর সিএন্ডবি রোড এলাকায় মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপির সদস্যরা এক ঝটিকা মিছিল বেড় করে।
অপরদিকে বরিশাল মহানড়র বিএনপি সদস্য সাবেক ছাত্র নেত্রী অঅফরোজা খানম নাসরিনের নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুরে সকাল ১০টায় অবরোধ সফল করার লক্ষে মহাসড়কে পুলিশ অবস্থানকে ফাকি দিয়ে এক ঝটিকা মিছিল বেড় করে সড়ক পদক্ষিণ করার সময়ে পুলিশ চলে আশায় নেতা কর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।
অপরদিকে অবরোধের মধ্যে নগরীর জীবনযাত্রায় কোন ধরনের প্রভাব পড়েনি। অফিস আদালত সব কিছুই খোলা ছিল। অন্যদিকে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাত ও নগরীর রুপাতলী বাস স্টান্ড থেকে যাত্রী বাস ছেড়ে গেলেও সেখানে যাত্রীদের কোন ধরনের চাপ ছিল না।
এছাড়া নগরীর বিভিন্ন সড়কে টহল পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে।