শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ দৌলত প্রদর্শনী উপলক্ষে শিক্ষার্থী সহ জনসাধারনের জন্য উন্মুক্ত করার পাশাপাশি পরিদর্শনের আয়োজন করে নৌবাহিনী কর্তৃপক্ষ। মঙ্গলবার বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিসি ঘাটে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন শ্রেনীর মানুষ উৎসাহ ও উদ্দিপনা নিয়ে এ জাহাজ ঘুড়ে ঘুড়ে পরিদর্শন করে।
বেলা ২টার দিকে পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হলে জাহাজটি দেখতে ভীড় করেন দর্শনার্থীরা। নৌ বাহিনীর সদস্যরা পরিদর্শনকারীদের জাহাজটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এখানে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্র,সহ যুদ্ধ জাহাজের নানান উপকরন দেখে উৎসাহ পান দর্শনার্থীরা।