রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: ২৩ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় উজিরপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন পরিদর্শন কালে অফিসার ইনচার্জ উজিরপুর মডেল থানা মোঃ জাফর আহম্মেদসহ থানায় কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর ফারিয়া তানজিন, চেয়ারম্যান উজিরপুর উপজেলা পরিষদ মোঃ গোলাম ফারুক, মেয়র উজিরপুর পৌরসভা মোঃ গিয়াসউদ্দিন বেপারি, সহকারী কমিশনার ভূমি উজিরপুর উপজেলা কে এম ইশমামসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ। পরে উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
সন্ধ্যায় উজিরপুর বন্দর কেন্দীয় সার্বজনীন দুর্গা পূজা মন্দির ও হাসপাতাল রোড সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পাশাপাশি বাবুগঞ্জ উপজেলার দারগার হাট শ্রী শ্রী সর্বজনীন হরি ও দুর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা মন্ডপের সভাপতি ও কমিটির অন্যান্য নেতৃত্ব তাদের ফুলেল শুভেচছা জানান।
জেলা প্রশাসক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।