শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের আমনতগঞ্জ এলাকা থেকে সালাম (৩৫) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৭ জুন) সকাল পৌনে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সকাল ৯ টার দিকে উত্তর আমনতগঞ্জ এলাকার নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশেই থাকা পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সালামের হাফপ্যান্টপুকুরের পাশে থাকা পাইলিং এর বাশের সাথে ঝুলে রয়েছে। ফলে সালামের মরদেহও সেখানে ঝুলে থাকে। যা দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানান, মৃত সালামের বাড়ি পলাশপুর এলাকার ইসলামপুরে, সে পেশায় রিকসা চালক হলেও রোগীর দালালিও করতো। পাশাপাশি মাদক সেবনও করতো। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) গোলাম কবির জানান, মৃতদেহ উদ্ধারের পর সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।