রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও বরিশাল জেলা পুলিশের যৌথ টহল পরিচালিত হয়েছে।
অদ্য শারদীয় দূর্গা পূজার প্রথম দিনে তথা মহাষষ্ঠীতে শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা কল্পে বরিশাল রেঞ্জ এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের তদারকিতে বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়ের তত্বাবধানে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের বিশেষ টিম তথা ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং জেলা পুলিশের টহল দল যৌথভাবে বরিশাল জেলার গৌরনদী, বানারীপাড়া, আগৈলঝড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ থানার বিভিন্ন পূজামন্ডপের আশপাশের এলাকায় রোবাস্ট পেট্রোলিং করে।চলমান পূজোয় বিশেষ এই টহল কার্যক্রম চলমান থাকবে।