রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেস্ক:
বরিশাল, আজ মধ্যরাত অথাৎ ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সে হিসেবে সকাল থেকে কম দামে ইলিশ কিনতে বরিশাল নগরীর পাইকারী মৎস্য আড়ৎ পোর্টরোড বাজারে ভীড় করেছিলেন ক্রেতারা। তবে ইলিশে দাম নিয়ে হতাশা প্রকাশ করে বাজার ছেড়েছেন অনেক ক্রেতা। শেষ দিনে ইলিশের আমদানি ছিল কম। যেকানে ইলিশ মৌসুমে এই বাজারে ২০০-৩০০ মন ইলিশ আমদানি হয় সেখানে বুধবার ইলিশ এসেছে মাত্র ১০০ মন। যার ফলে বাজারে ইলিশ সংকট দেখা দিয়েছে।
ব্যাবসায়ীরা বলছেন, সাগর ও নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় বাজারে দাম বেড়েছে কয়েকগুন। একদিকে ইলিশ ধরা না পড়া অপরদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় ইলিশ এখন সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর ইলিশ কিনতে আসা ক্রেতারা বলছেন, শেষ দিনে ইলিশের আমদানি বৃদ্ধি ও দাম কম হবে এমন আশা নিয়ে তারা বাজারে এসেছিলেন। কিন্তু দাম এতটাই যে তারা মাছ না কিনেই ফিরে যাচ্ছেন। বরিশাল পোর্টরোড আড়ৎদার মালিক সমিতি জানিয়েছে, বুধবার দেড় কেজির ইলিশ ৯০ হাজার, ১২শ গ্রামের ইলিশ ৮৫ হাজার, এক কেজির ইলিশ ৭৫ হাজার, এলসি সাইজের ইলিশ ৬৫ হাজার, ভ্যালকা ৫০ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে এক কেজির ইলিশ ১৬-১৮ টাকা, এক কেজির নিচের ইলিশ ১২০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।