বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স:
অদ্য রোজ বুধবার, ১১ অক্টোবর, সকাল ১১:০০ ঘটিকায়, প্রাণিবিদ্যা বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সমাকাজকর্ম তৃতীয় বর্ষের শিক্ষার্থী, এস এম হাসান রাজু এর সঞ্চালনায়, সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী মুহাঃ আব্দুর রহীম। উক্ত মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন ইসরাইলরা ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে দখল নিয়ে দীর্ঘ ৭৫ বছর যাবত বসবাস করছে এবং ফিলিস্তিনি সাধারন মানুষের উপরে জুলুম নির্যাতন করছে সাম্প্রতিক ৬ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী (হামাস) ইসরাইলের আগ্রাসনেন বিরুদ্ধে প্রতিবাদ করে পালটা হামলা চালায়। সেখানে আমেরিকা থেকে শুরু করে, পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মিথ্য বক্তব্য দেয়। তিনি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।
তিনি আরো বলেন, আমরা চাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। এবং ইসরাইলকে অনতিবিলম্বে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। উক্ত বিক্ষোভ সমাবেশ মিছিলে সভাপতি তার বক্তব্যে বলেন আমরা চাই শান্তি ফিরে আসুক,যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। যেহেতু এখানে ইসরাইল সম্পূর্ণ দোষী ইসরাইলকে শাস্তি প্রদান করে তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং শান্তিকামি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। উক্ত প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র মোঃ হাসান মাহমুদ এবং হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র মোঃ আব্দুর রহমান, গণিত বিভাগের মেধাবী ছাত্র মোঃ আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের ছাত্র মুহাঃ ইমাম হাসান ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মোঃ নাইমুর রহমান, দর্শন বিভাগের মেধাবী ছাত্র মোঃ মেহেদী হাসান, অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে এবং বিএম কলেজের সামনের রাস্তায় মিছিল করে। মিছিল শেষ সভাপতি উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের লোক এবং ও শিক্ষার্থীদের কে ধন্যবাদ জানায় এবং প্রধান অতিথির দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষ করে ।