রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের ফলপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (০১ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় ফল বিক্রেতাদের বেশি মূল্যে ফল বিক্রয়, পঁচা ও নষ্ট ফল বিক্রয়, মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তামিম ফুড স্টোরের মালিক ফারুককে ৫ হাজার টাকা, আলিম স্টোরের মালিক মামুনকে ২ হাজার টাকা ও আরিফ ফুড কর্ণারের মালিক আলমগীরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।