শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের হয়রানী এবং ভাড়াবাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জেলা পরিষদের এক কর্মচারী সহ ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (০১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলদারের নেতেৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এ দন্ড প্রদান করে। দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, বরিশাল জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামান এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম। জানাগেছে, মীরগঞ্জে খেয়াঘাট ও ফেরিঘাট একই ঘাটে সংযুক্ত। যেখানে যাত্রী ও যানবাহনের কাছ থেকে টোল আদায়ে খোদ নিয়ন্ত্রক সংস্থা জেলা পরিষদের কর্মচারীদের অনিয়মের প্রমান পায় জে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলদার জানান, অভিযোগ ও গোপন সংবাদ উভয়ের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। যেখানে নানান অনিয়মের অপরাধে জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামানকে ১৫ ও রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে হয়রানি এবং জিম্মি করাসহ নানান অভিযোগ দীর্ঘদিন ধরে যাত্রীদের পক্ষ থেকে উঠে আসছিলো। ধারাবাহিকতায় শুক্রবারই ঘাটটি খাস ইজারায় পুরোপুরি জেলা পরিষদ দায়িত্ব নিয়েছিলো টোল আদায়ে। স্থানীয় সরকারের একটি সংস্থা দায়িত্ব নিয়েও অনিয়মে জড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারাজানান, খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিলে।