শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক: বাংলাদেশের জার্সি নিয়ে আলোচনা-সমালোচনা কম হ্যনি। শেষ পর্যন্ত ডিজাইনে সামান্য পরিবর্তন করে বানানো হয়েছে সবুজ-লাল জার্সি। প্রধান এই জার্সি ছাড়াও বাংলাদেশের আছে দ্বিতীয় আরও একটি জার্সি সেখানে রয়েছে লালের আধিক্য। যা ব্যবহার হবে অ্যাওয়ে জার্সি হিসেবে।
এবারের বিশ্বকাপ অনেকটাই ফুটবলের মতো। রাউন্ড রবিন ছাড়াও এ বিশ্বকাপে থাকবে হোম-অ্যাওয়ে পদ্ধতি। যেখানে হোম টিমের সঙ্গে মিলে গেলে অ্যাওয়ে দলকে অন্য রকম জার্সি পরতে হবে। সে নিয়ম অনুযায়ী বেশিরভাগ দল আইসিসির কাছে দুই রঙের জার্সি জমা দিয়েছে। যেখানে বাংলাদেশও সবুজ ও লাল রঙের জার্সি জমা দিয়েছে।
পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এই তিন দেশের জার্সি একই রঙের হওয়ায় বাংলাদেশকে এদের বিপক্ষে পরতে হবে লাল রঙের জার্সি। কারণ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে দল হিসেবে মাঠে নামবে।
নিজেদের জার্সির রঙ অন্য দলগুলোর চেয়ে ভিন্ন হওয়ায় অ্যাওয়ে জার্সি বানাতে হয়নি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে ভারত এবং শ্রীলংকাকেও অ্যাওয়ে জার্সি তৈরি করতে হয়েছে।