সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ কর্মীর হাত কেটে নিলো প্রতিপক্ষ

ছাত্রলীগ কর্মীর হাত কেটে নিলো প্রতিপক্ষ

Sharing is caring!

অনলাইন ডেক্স:নগরে রেদোয়ান আহমেদ রাধো (২৬) নামে এক ছাত্রলীগ কর্মীর হাত কেটে আলাদা করে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে বরিশাল জিলা স্কুলের পেছনের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেদোয়ান নগরের আমানতগঞ্জ এলাকার জয়নাল আবেদীন আকনের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি।

ছাত্রলীগের রাজনীতি করলেও রেদোয়ান নির্দিষ্ট কারো অনুসারী নন। তার বাবা জয়নাল আবেদীন এ তথ্য জানিয়ে বলেন, সোমবার রাত ৯টার দিকে রেদোয়ানকে ফোন করে বাসা থেকে ডেকে নেয় অজ্ঞাতরা। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোন করে রেদোয়ানের অবস্থার কথা তাকে জানানো হয়।

মোবাইলে তিনি বলেন, হাসপাতালে যাওয়ার পর জানতে পারি ছেলের চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই দেরি না করে দ্রুত ঢাকা আসি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় হাতটি জোড়া লাগানো যায়নি। রেদোয়ান এখন শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন। তার রক্তপাত হচ্ছে। অবস্থা ভালো নয়।

এ ঘটনা নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। রেদেয়ানের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা মামুনকে একমাত্র নামধারী ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাত বিচ্ছিন্ন করা ধারালো রাম দাটিও উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নামধারী আসামি মামুন (৩০) রেদোয়ানের পূর্ব পরিচিত। দুজনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মামুন ফোন করে রেদেয়ানকে জিলা স্কুলের পিছনে গেটে যেতে বলে। সেখানে রাত ১১টায় পৌঁছলে মামুনসহ অজ্ঞাত ৭/৮ জন রেদোয়ানকে মারধর করে। পরে অজ্ঞাতরা দার বাঁ হাত টেনে ধরে ও মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কনুইয়ের উপর থেকে সেটি বিচ্ছিন্ন করে। রেদোয়ান অচেতন হওয়ার আগে মামুনসহ বেশ কয়েকজনের নাম জানিয়েছিল বলেও জানান জয়নাল আবেদীন।

ঢাকায় রেদোয়ানের সঙ্গে থাকা তার খালাতো ভাই খলিল সিকদার বলেন, ৫-৬ বছর আগে মামুনকে মারধর করেছিল রেদোয়ান। এ নিয়ে শত্রুতা হয়। তবে তাদের মধ্যে শত্রুতা মিটে গিয়েছিল। তারা একসাথে চলতো। মামুনের ফোন পেয়েই জিলা স্কুলের পেছনের গেটে গিয়েছিল রেদোয়ান। সেখানে যাওয়ার পর দেখতে পায় অজ্ঞাত কয়েকজন এসে ঘিরে ধরে। তারা রেদেয়ানকে মারধর করে হাত কেটে ফেলেছে। এছাড়াও তাকে জবাই করার চেষ্টাও করেছিল। কিন্তু রেদোয়ানের ডাক-চিৎকারে স্থানীয়রা ও কাছে থাকা পুলিশে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়েছে।

খলিল আরও জানান, রেদোয়ানের হাত বাদ দিয়েছে চিকিৎসক। জোড়া লাগানো যাবে না।

হামলাকারীদের রাজনৈতিক কোনো পরিচয়ের বিষয়ে স্বজনরা নিশ্চিত না হতে পারলেও রেদোয়ান সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন বলে জানিয়েছেন।

মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান জানিয়েছেন, আহত রেদোয়ান তার অনুসারী। যার হাত আর জোড়া লাগানো যাবে না।

পুলিশ জানিয়েছে, তারা তানভীর হাওলাদার নবীন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি রেদোয়ানের হামলার সঙ্গে জড়িত কিনা তদন্ত করা হবে। নবীন নগরের ভাটিখানা সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD