বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিয়েতে এসে হাওরে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকায় এ ঘটনা ঘটে।
দুই বন্ধু হলেন- পটুয়াখালীর বাসিন্দা লিমন (২৪) ও নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা রাফু (২৪)।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মরিচখালী এলাকার বন্ধু তৌকিরের বিয়েতে সোমবার এসেছিলেন লিমন ও রাফু। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের হাওরে গোসলে নেমে পানিতে তলিয়ে যান দুজন। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।