সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা দুর্যোগকালীন সাড়াদান কমিটির সদস্যবৃন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. অলিউল্লাহ, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, সিপিপি উপজেলা টিম লিডার, ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্যানেল মেয়র প্রমুখ।
সভায় ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম, শুকনা খাবার, দূর্গম এলাকাসহ সমুদ্র থেকে নদ-নদীতে জেলেদের নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে আশার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া আসন্ন দুর্যোগ মোকাবেলায় ৬টি উপকমিটি (প্রচার, আশ্রয়কেন্দ্র নিয়ে আশা, ত্রাণ ও খাবার পানি সরবরাহ, নদী ভাঙন মনিটরিং, প্রতিবন্ধকতা অপসারণ, কৃষি ও প্রাণী সম্পদের সুরক্ষা কমিটি) গঠন করা হয়েছে।