সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর জনগণের প্রকৃত সেবক অ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীন তার নিজ বাড়ীর আঙ্গিনায় স্থাপিত ভঙ্গুর প্রায় বহু পুরোনো ঢেউটিনের বেড়া সম্বলিত পাবলিক টয়লেট কার্যালয়ে আগত বিভিন্ন স্তরের জনসাধারণের সুবিধার্থে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে ইট বালু সিমেন্টের মাধ্যমে আধুনিকায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে সংস্কারের জন্য রাজমিস্ত্রী নিয়োগ করেন ।
কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিসিসির আর আই বিপ্লব ঘটনাস্থলে এসে সকলের শ্রদ্ধাভাজন কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন কে বিনা উস্কানিতে কোন কারণ না জানিয়ে উপরের নির্দেশ আছে এই মর্মে সংস্কার কাজ বন্ধের নির্দেশ দেয় ।
প্লান বহির্ভূত কাজ হচ্ছেনা বলে কাউন্সিলর মুরতজা আবেদিন আর আই বিপ্লবের কাছে মতামত ব্যক্ত করলেও অদৃশ্য ক্ষমতাবলে সাধারণ মানুষের নিত্য দিনের চাহিদা মেটানো টয়লেটের সৌন্দর্য্য বর্ধনে বাঁধা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার অনৈতিক সিদ্ধান্তে অটল থাকে বিসিসির কর্মচারী আর আই বিপ্লব ।
এ ব্যাপারে প্রকৃত ঘটনা জানতে চাইলে কাউন্সিলর মুরতজা আবেদীন বলেন , কার্যালয়ে আগত দিনমজুর শ্রেণীর লোকজন সহ বিভিন্ন প্রয়োজনে আগত দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সংস্কার কাজে হাত দিয়েছিলাম কিন্ত বিরোধী পক্ষের অনৈতিক কর্মকান্ড পাশাপাশি ব্যক্তিগত হিংসাত্মক বিদ্বেষ তাকে আলোর মুখ দেখতে দিলোনা ।
ক্ষমতার দাপটে জনসাধারণের চলাচলের পথ আটকে অবৈধ দেয়াল নির্মাণ করতে ছারপত্র লাগেনা , প্লান বহির্ভূত ভাবে বাড়ি তৈরী করলে আইন লংঘিত হয়না বলেও ক্ষোভ প্রকাশ করেন সকলের আস্থাভাজন এই কাউন্সিলর ।