সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বিভাগীয়(গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।
গত শুক্রবার(২০ জানুয়ারী) পাঁচটা চল্লিশ মিনিটের সময় বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন (হিরন পয়েণ্ট) এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা টু কুয়াকাটা গামী ইমরান পরিবহন নামক যাত্রী বাহি বাসে তল্লাশী করে দুই মাদক কারবারির কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করে ও মাদক কারবারিদের গ্রেফতার করেন।
আটককৃত মাদক কারবারি হলেন, মোসাঃ আয়শা আক্তার কেয়া (২৩) (গ্রেঃ), স্বামী- সোহেল হোসেন, পিতা- মৃত মনির হোসেন ও মোঃ সোহেল হোসেন(২৯)পিতা মোঃ ফজলুল হক, উভয় সাং-জাটিয়া, ৪নং ওয়ার্ড, জাটিয়া ইউপি, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল বিভাগীয় (গোয়েন্দা)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের বিত্তীতে জানতে পারেন ঢাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান পাচার করতে কুয়াকাটা গামী বাস যোগে দুুই মাদক কারবারি আসছেন।
সেই তথ্যের ভিত্তিতে হিরন পয়েণ্ট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আটক করা হয়েছে।