সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয়ভাবে পরিচালিত বাংলাদেশ উপকূলীয় অঞ্চল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প’র অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস’র নেতৃত্বে সিড়ি এবং গোলাপ প্রতিবন্ধী সংস্থার সমন্বিত আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
আভাস প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্ল। এসময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।