শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : ট্রেড লাইসেন্স না থাকায় এবং সময়মত লাইসেন্স নবায়ন না করায় বরিশাল সিটি কর্পোরেশনের নতুন বাজার এলাকায় ৯ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট সতের হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে বুধবার (২২ মে) পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এই জরিমানা করেন। নির্বহী ম্যজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে রমজানের শুরু থেকেই লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হয়ে আসছে। এখন পর্যন্ত শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা ছাড়াও একাধিক দোকান সিলগালা করা হয়েছে। সময়মতো লাইসেন্স নবায়ন না করলে রমজানের পরে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিসিসির জনসংযোগ শাখা।