বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২২ মে) বরিশাল মেট্রোপলিটনের বন্দর (সাহেবেরহাট) থানায় একটি মামলা দায়ের কর হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ঘটেছে এই ঘটনা। আহত শিক্ষার্থীর নাম সাজ্জাত হোসেন ডালিম। সে ফিনেন্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু হলের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন সিফাত জানান, মেসে থাকা অবস্থায় টাকা পয়সা নিয়ে তার পূর্ব শত্রুতা ছিল ডালিমের। এর জের একই হলের বাসিন্দা মৃত্তিকা বিজ্ঞানের প্রাঞ্জল রায়, আবির ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাশহাদুল ইসলাম রনি তাকে পেপসির বোতল ভেঙ্গে তা দিয়ে কুপিয়ে জখম করে। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে এবং প্রাঞ্জল ও রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় আহত ছাত্রের খালু মাহমুদুর রহমান বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহাকারী কমিশনার নাসির উদ্দিন জানান, সিনিয়র জুনিয়য়ারিটি নিয়ে ঘঁনার জের ধরে এই হামলা চালানো হয় । এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।