রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ইদানিং নানাবিধ কারণে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এতে সড়ক ও মহাসড়কে অকালে ঝরছে তাজা প্রাণ। দুর্ঘটনার শিকার পরিবারে আজীবন চলছে শোকের মাতম। দুর্ঘটনায় স্বজনরা হারাচ্ছেন তাদের উপার্জনক্ষম ব্যক্তিদের। অনেকেই সড়ক দুর্ঘটনায় চিরতরে পঙ্গুত্ববরণ করছেন। রেহাই পাচ্ছেন না শিক্ষার্থীরও। আহত হয়েছেন অনেকেই। কিছুতেই সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এতে স্থানীয় বাসিন্দা, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবার ও আহতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। শুক্রবার (৬ জানুয়ারী) উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দরে রাস্তা পাড়া পাড়ের সময় বরিশাল গামী সাকুরা পরিবহণের চাপায় সবজি বিক্রেতা নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল সাড়ে আটটার সময় মাদারসি গ্রামের ছবেদ আলী খাঁনের পুত্র মো. দুলাল খাঁন (৬০) রাস্তা পার হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সাকুরা পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনা স্থলে নিহত হন। স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। মেজর এম এ জলিল সেতুর দুই পারে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক ব্যপক যানজট সৃষ্টি হয়। উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসানের মধ্যস্থতায় উতেজিত জনগন অবরোধ তুলে নেয়। এদিকে লাশ উদ্ধার করে বরিশাল হাসপাতালে মর্গে প্রেরণ করান হয়।