শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
কাউন্টারে নিরাপত্তা জোরদার করছে রেলওয়ে

কাউন্টারে নিরাপত্তা জোরদার করছে রেলওয়ে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সাধারণ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে এবার ভিআইপিদের জন্য সংরক্ষিত টিকিট সাময়িক বন্ধ রেখেছে রেলপথ মন্ত্রণালয়। এমন নির্দেশনার ফলে রেলস্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রেলওয়ে-সংশ্লিষ্টদের। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান রেল সচিব মো. মোফাজ্জল হোসেন।

সূত্র জানায়, রোজার ঈদ, কোরবানের ঈদসহ বিশেষ উপলক্ষে রেলের বাণিজ্যিক বিভাগ ভিআইপিদের জন্য টিকিটের চাহিদাপত্র তৈরি করে। ভিআইপিদের মধ্যে রয়েছে বিশেষ সাংস্কৃতিক সংগঠনের নেতা, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, আইনজীবী, বাণিজ্যিক সংগঠন ও ক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মী। তাদের জন্য নির্দিষ্ট কিছু টিকিট সংরক্ষণ করে রাখা হয়।

এ বছর শুধু প্রতিবন্ধী, এমপি, মন্ত্রী, বিচারপতি ও রেলওয়ে কর্মচারীদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ যাত্রীদের সর্বোচ্চ টিকিটপ্রাপ্তির স্বার্থে এ সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। কিন্তু মাঠপর্যায়ে ভিআইপি টিকিটের চাহিদা মেটাতে হয় রেলকর্মীদের। স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মী ও প্রভাবশালীদের টিকিটের আবদার রক্ষা করতে না পারলে রেলকর্মীদের মারধরসহ লাঞ্ছিত হওয়ার আশঙ্কা করছেন রেলকর্মীরা।

এ বিষয়ে রেল সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, সাধারণ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে মূলত ভিআইপি টিকিট সাময়িক বন্ধ রাখা হয়েছে। রেলস্টেশনে রেলকর্মীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হবে। মাঠ পর্যায়ে রেলকর্মীদের আতংকিত হওয়ার কোনো কারণ নেই।

২২ মে থেকে পাঁচ দিনব্যাপী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার সাধারণ যাত্রীদের কাছে পাঁচটি স্টেশনের ৩৫টি কাউন্টার থেকে প্রতিদিন ৯ হাজার ৩২ টিকিটি বিক্রি করা হবে। এর সঙ্গে বিশেষ কোটায় আরও ১০ শতাংশ মিলে প্রতিদিন ১০ হাজার ৩৫টি টিকিট বিক্রি করা হবে।

এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুধু পশ্চিমাঞ্চলে চলাচলকারী ১৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। বনানী রেলস্টেশন থেকে নেত্রকোনাগামী দুটি ট্রেনের টিকিট বিক্রি করা হবে। বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী পাঁচটি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে। তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ ও ময়মনসিংহ রুটের চারটি ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD