মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ অবশেষে বদলি পটুয়াখালীর জেলা প্রশাসক ‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান
অশ্লীল ছবি-ভিডিও করে ব্ল্যাকমেইল

অশ্লীল ছবি-ভিডিও করে ব্ল্যাকমেইল

Sharing is caring!

অনলাইন ডেক্স: জিম্মি করে অশ্লীল ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে এক তরুণীসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের রুপাতলী সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। জানান, সরকারি চাকরি থেকে অবসরের পর পেনশনের টাকা তুলে ব্যাংকে রেখেছিলেন পটুয়াখালীর বাউফল থানাধীন মাছপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৬৩)। টাকার কথা শুনে তার কাছ থেকে বিভিন্ন কারণে বাউফল উপজেলার বিপাশা এলাকার বাসিন্দা মো. সাকিব হোসেন ওরফে শুভ (২২), মো. নাহিদ হোসেন (২০) ও মিলা আক্তার (২৩) টাকা দাবি করতেন।

কিন্তু তিনি টাকা না দেওয়ায় ওই দুই তরুণ ও তরুণী ক্ষিপ্ত হয়ে রফিকুলের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেন। পরিকল্পনার অংশ হিসেবে গত ৬ অক্টোবর সন্ধ্যায় মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় শেষে বাড়িতে ফেরার পথে তারা রফিকুলকে তুলে নেন। দেশিয় অস্ত্র প্রদর্শন করে তাকে হত্যার ভয় দেখিয়ে একটি বাগানে নিয়ে যান তারা। সেখানে তার বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ওই তিনজন। এ ছাড়া ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে ১০ অক্টোবরের মধ্যে দশ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে ইন্টারনেটে ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ারও ভয় দেখানো হয় রফিকুলকে।

এরপরও রফিকুল ইসলাম টাকা দিতে অস্বীকার করায় ওই তিন তরুণ-তরুণী তার ছেলে মো. রাব্বিকে (২৫) হত্যার হুমকি দেয়। একই সঙ্গে রফিকুলের ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও জানান। পরে গত ১০ অক্টোবর বাউফলের একটি ব্যাংকে বসে শুভকে পাঁচ লাখ ও নাহিদকে তিন লাখ টাকা দেন রফিকুল। এরপর তিনি ভয়ে পরিবারসহ পটুয়াখালী সদরে নিজের শ্বশুরবাড়িতে অবস্থান নেন।

পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর র‌্যাবের পটুয়াখালী ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে ওই তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযোগের সত্যতাও প্রমাণ করেন তদন্তকারীরা। এরই ধারাবাহিকতায় প্রথমে অভিযোগ পত্রে উল্লেখিত দুই অভিযুক্ত মো. নাহিদ হোসেন ও মোসা. মিলা আক্তারকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুসরণ করে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে শুভকে আটক করে র‌্যাব-১০। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD