বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসির ছোটন কান্তি নাথ (৩০) কে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হল এর ভগীরথ ধর (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনকল্যাণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।