মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা ও সচেতন নাগরিক কমিটি বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা কে সম্মাননা স্বারক উপহার দেয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে প্রফেসর শাহ সাজেদা বরিশাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অর্জন করায় এবং মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করায় লাভ ফর ফ্রেন্ডস পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডস্হ নিজ বাসভবনে এই সম্মাননা স্বারক দেয়া হয়।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার,অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম এবং সদস্য রাসেল।
এ সময়ে প্রফেসর শাহ সাজেদা বলেন,মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক ভূমিকা পালন করছে।ইতিমধ্যে সংগঠনটি সাফল্যের সাথে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে, ভবিষ্যতেও এই কর্মকান্ড চলমান থাকবে আশা করি।