সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: জরুরি সেবা ৯৯৯ নম্বর কল পেয়ে নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকা থেকে সোমবার (২১ নভেম্বর) রাতে আটটি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপির এক সমর্থককে আটক করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, রাত ৮টা ৫০মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয় যে ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পেয়ে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে জনৈক রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপি এক সমর্থককে আটক করা হয়।
তিনি জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
এর আগে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানায় স্থানীয়রা।