শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: চট্টগ্রামের চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে হামলায় ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজরা, ফরিদুল ইসলাম ওরফে ফরিদা হিজরা, মো. বাদশা ওরফে ববিতা হিজরা, আবদুল জলিল, দিল মোহাম্মদ, আবদুর রহমান, আকলিমা আকতার এবং মো. ইব্রাহিম।
শনিবার রাতে এবং রবিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। এদিকে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ২১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান বলেন- পুলিশ ফাঁড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে এবং রবিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ফাঁড়ি ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি বলেন, ফাঁড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসআই রোকনুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ২১০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে এজাহারভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।