মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকা থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- একই জেলার বিরল উপজেলার ধজিরপাড়ার রমজান আলীর ছেলে রিয়াজুল ইসলাম জুয়েল (৪৭), কক্সবাজার জেলার রামু থানার পূর্ব ধেছুয়া পালং (মাদরাসাপাড়া) মৃত বদিউল আলম বদির ছেলে কামাল উদ্দিন (৪৪) ও একই এলাকার রমিজ আহম্মেদের ছেলে ফরিদুল আলম (২৮)।
ওসি তানভিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে গুঞ্জাবাড়ী এলাকা থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল, কামাল ও ফরিদুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রিয়াজুলের নামে কোতোয়ালি থানায় এর আগেও মাদক মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।